Blog

বশেমুরকৃবিতে জিআইএস দিবস উদযাপিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টির রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগের উদ্যোগে সারা বিশ্বের ন্যায় আজ ১৫ই নভেম্বর জিআইএস দিবস -২০২৩ উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং সভায় সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ মাঈন উদ্দিন মিয়া। রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ এর বিভাগীয় প্রধান, ড. হাসান মুহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদুর রহমান জিআইএস দিবস উপলক্ষে স্মার্ট কৃষি ও জিআইএস এর ব্যবহার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া তার বক্তব্যে জিআইএস দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, কৃষিতে স্যাটেলাইট ইমেজ ও ড্রোন ইমেজ এর ব্যবহার চতুর্থ শিল্প বিপ্লবের আশির্বাদ। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে স্মার্ট কৃষি বাস্তবায়নে গবেষণার বিকল্প নেই। এরই ধারাবাাহিকতায় বাংলাদেশে স্মার্ট কৃষি বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ ২০১৬ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জিআইএস ল্যাবের পোর্টফোলিও বই উন্মোচন করেন এবং জিআইএস ল্যাবের কার্যাবলী বিষয়ক পোস্টার প্রদর্শনী উদ্বোধন করেন। এসময় ফরেস্ট্রি এবং এনভায়োরেনমেন্ট ফ্যাকাল্টির সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ স্মার্ট কৃষি বাস্তবায়নে মাল্টিস্পেকট্রাল সেন্সর সহ ড্রোন ব্যবহার করে বিভিন্ন ফসলের উপর িিট্রটমেন্ট দিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করে ফসলভিত্তিক টেকসই মডেল তৈরি করছে। বর্তমানে ড্রোন ইমেজ ব্যবহার করে ৬টি ফসলের উপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ভুট্টা, গম ও আলু ফসলে খরা ও তাপের কারনে ফলনের প্রভাব পর্যবেক্ষণ, তুলা ও টমেটো ফসলে ইউরিয়া সার ও সেচের বিভিন্ন মাত্রায় ফলনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ সব ফসলের ফলনের পূর্বাভাস মডেল তৈরি করছে।