Blog

জবির ভাইস-চ্যান্সেলরের মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর এর শোক প্রকাশ-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস-চ্যান্সেলর প্রফসের ড. মো. ইমদাদুল হকরে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলের প্রফসের ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। গত১১ নভম্বের (শনবিার) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করনে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছেলি ৬৬ বছর। তিনি বেশ কিছু দিন ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছলিনে। এক শোক র্বাতায় ভাইস-চ্যান্সলের প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, বিশিষ্ঠ উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ইমদাদুল হক একজন বিশিষ্ঠ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  পঞ্চম ভাইস-চ্যান্সলের হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদশে অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বর্পূণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্ভিদ বিজ্ঞানিকে হারালো। ভাইস-চ্যান্সলের মহোদয় মরহুমরে রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।