Blog

বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

   

ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে চার নেতার স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় বীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান এঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল – শোক র‌্যালী, শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল। সকালে একটি শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দিন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দিন আহমদ এঁর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরিচালক ছাত্রকল্যাণ, প্রক্টর, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা আর ৩ নভেম্বরে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। জাতিকে নেতৃত্ব শুন্য করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নীলনক্সা অনুযায়ী অত্যন্ত পরিকল্পিতভাবে জঘন্যতম এ হত্যাকান্ড ঘটানো হয়। একটি স্বাধীন কমিশন গঠন করে জেল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে এর নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জাতির সামনে প্রকাশ করা একান্ত প্রয়োজন। তাছাড়া তিনি সামনের দিনগুলোতে মুক্তিযুদ্ধের আদর্শ ও বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।