World Veterinary day observed at BSMRAU
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ২৮ এপ্রিল ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। প্রাণীদের প্রতি সেবা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ প্রতি বছরের ন্যায় এবারও এ দিবস পালন করা হল। এ উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যথারীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে সমাপ্ত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ ভেটেরিনারি দিবসের নানাবিধ তাৎপর্য তুলে ধরেন বিজ্ঞ শিক্ষকবর্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে ধরে বলেন যে, তিনি বলেছিলেন “একটি জাতির সভ্যতা ও উন্নতি বিবেচিত হয় সেই জাতি প্রাণীক‚লের প্রতি কতটা সহানুভ‚তিশীল।” প্রাণীদের মন জয় করার মাধ্যমেই মানুষের মানবিক দিক জাগ্রত হওয়ার ব্যাপারেও ট্রেজারার আলোকপাত করেন। অন্যদিকে অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে গাইনিকোলজি, অবস. অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ্ বিভাগের প্রফেসর ড. আ.ন.ম. আমিনুর রহমান এ দিবসের উৎপত্তি, ইতিহাস ও এর তাৎপর্যের বিষদ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ডিন ও বিভাগীয় প্রধান। ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে প্রাণীসম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আগামীর সুন্দর স্বাস্থ্য মানবিক পৃথিবী গড়ে তোলার আহŸান জানান। উল্লেখ্য অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারী উপস্থিত ছিলেন।