Blog

বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

 

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বিশেষ দোয়া মাহফিল এবং মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শন। সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, হল প্রভোস্টের নেতৃত্বে বিভিন্ন হলের ছাত্র-ছাত্রী, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে ভাইস-চ্যান্সেলর তাঁর এক সংক্ষিপ্ত বক্তব্যে ১৯৭৫ এর ১৫ আ্গস্ট কালো রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাতা কামনা করেন এবং খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের জোর দাবী জানান। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় লাইব্রেরী লাউঞ্জে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকচিত্র প্রদর্শনী এবং মেডিক্যাল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে উচ্চফলনশীল নারিকেলের চারা রোপণ করেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও আগামী ২২ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন