Blog

বশেমুরকৃবিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘জাতীয় শুদ্ধাচার বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণের উদ্বোধনীকালে বলেন, দুর্ণীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শুদ্ধাচার চর্চা গুরুত্বপূর্ণ। নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালনে সচেষ্ট থাকলে এবং দৈনন্দিন কাজ সময়মতো সম্পন্ন করলে সফলতা আসবেই, সেই সাথে সচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। তিনি আরো বলেন, প্রতিটি মানুষ তার কাজের মাঝে আনন্দ খুঁজে নিলে সকল ভালো কাজই বাস্তবায়নও সহজ হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র তত্তাবধানে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ অংশ গ্রহণ করেন।