Blog

বশেমুরকৃবি’র সাথে শ্রীলঙ্কার বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বি-পাক্ষিক সহযোগীতা বিনিময়ে ঐক্যমত্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) – এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া (Md Giashuddin Miah)দক্ষিন এশিয়া নাইট্রোজেন হাবের বার্ষিক সভায় অংশগ্রহনের জন্য শ্রীলংকার রাজধানী কলম্বোয় অবস্থানকালে আজ ০৫ অক্টোবর ২০২৩ পূর্বাহ্নে শ্রীলংকার শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগীতা বিনিময়ে উদ্দেশ্যে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনায়, পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের নের্তৃত্ব দেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এম.ডি. লামাওয়ানসা; বশেমুরকৃবির পক্ষে আরও উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। সভায় উভয়পক্ষই কৃষি, জীব-প্রযুক্তি, মাৎস্য ও পশুসম্পদ বিজ্ঞানসহ শিক্ষা এবং গবেষণায় ভবিষ্যত সহযোগীতার বিভিন্ন ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং এবিষয়ে শিঘ্রই একটি সমযোতা চুক্তি প্রণয়নে ঐক্যমত প্রদান করেন। উল্লেখ্য যে, বৈশ্বিক জলবায়ু ও জীববৈচিত্রকে হুমকির মধ্যে ফেলে দেয়া ভূ-পৃষ্ঠের অব্যাহত নাইট্রোজেন দূষনের চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কভূক্ত আটটি দেশের গবেষকদের সমন্বয়ে গড়ে উঠা দক্ষিন এশিয়া নাইট্রোজেন হাব এর বার্ষিক সভায় যোগ দিতে বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ০৫ দিনের সরকারী সফরে এখন শ্রীলংকায় অবস্থান করছেন।