Blog

বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার ৫০তম বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ-পাস্টের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে মহান বিজয় দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘জয় বাংলায়’ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, বশেমুরকৃবি স্কুল পুষ্পস্তবক অর্পন করেন। বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডীন, রেজিস্ট্রার, পরিচালক, প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।