Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কোভিড ১৯, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড ১৯, বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক অনলাইন সেমিনার আজ ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে বিশিষ্ট কৃষি উন্নয়নকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন। সেমিনারে আলোচক হিসেবে আরো সংযুক্ত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং সাবেক চেয়ারম্যান ড. ওয়ারেস কবির। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজ্ঞানীবৃন্দ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জুমের মাধ্যমে এ সেমিনারে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগ আয়োজিত এ সেমিনারে আহবায়ক ছিলেন সহযোগী অধ্যাপক ড. জি. এম মনিরুল আলম।