Blog

পরিকল্পনা মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের বশেমুরকৃবি’র ইনোভেশন পরিদর্শন

বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ইনোভেশন টিম আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন কর্মশালায় যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালার শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ও ইনোভেশন অফিসার প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের চিফ ইনোভেশন অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ড. মোঃ আনোয়ার উল্লাহ,এফ.সি.এম.এ। মন্ত্রণালয়ের ইনোভেশন টিম বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও বশেমুরকৃবি’র মধ্যে সহযোগীতামূলক সমঝোতা চুক্তি সাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। অতিথিবৃন্দ কর্মশালা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী ধারনা প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করেন। কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের সদস্য ছাড়াও বশেমুরকৃবি’র ইনোভেশন টিম ও এপিএ টিমের সদস্যগণ অংশগ্রহণ করেন।