Blog

কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ৮টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১মবর্ষের ভর্তি পরীক্ষা আজ ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার একযোগে অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা সকাল ১১:৩০টা থেকে ১২:৩০টা পর্যন্ত অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৮টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩,৫৩৯টি আসনের বিপরীতে ১০টি কেন্দ্রে মোট ৭৯,১৫৯ জন পরীক্ষার্থী (প্রতি আসনের বিপরীতে ২৩ জন) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আগত অভিভাবক ও অতিথিবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিস্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশের উচ্ছসিত প্রশংসা করেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর প্রমূখ উপস্থিত ছিলেন।