Blog

বিশ্ব পরিবেশ দিবসে বশেমুরকৃবিতে সাড়ম্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পালিত

আমাদের জমি, ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা প্রতিরোধ এই ভাবনাকে সামনে রেখে অত্যন্ত সাড়ম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) তে গতকাল ৫ জুন’২৪ বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। এ পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চত্বরে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় কৃষিবনায়ন ও পরিবেশ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাঈন উদ্দিন মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভাইস-চ্যান্সেলর নিজে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে অন্যান্য সকলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বিভিন্ন অনুষদের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ে ১২:১৫ থেকে ১:০০টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য ১৯৭৩ সাল থেকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) কর্তৃক পালন করে আসা এ পরিবেশ দিবসে ২০২৪ এ আয়োজক দেশ ছিলো সৌদি আরব। যার ধারাবাহিকতায় বাংলাদেশে ‘সুস্থ্য পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে দেশব্যাপী পরিবেশ দিবস পালন করছে। এ দিবসের মাধ্যমে মানব সমাজ পরিবেশ বান্ধব কার্যাদি সম্পন্ন করে পৃথিবীকে গড়ে তুলবে স্বাস্থ্যকর ও সুখময়তার লীলাভ‚মি হিসেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।