Blog

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৫-এ দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি’র ১ম স্থান অর্জন

টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‌্যাংকিং ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ১ম স্থান অর্জন করেছে। আজ ৯ অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) এর ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী বশেমুরকৃবি জাতীয়ভাবে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০ তম’র গৌরবময় অবস্থানে রয়েছে। এবারের এই র‌্যাংকিং ১১৫টি দেশের ২০৯২টি প্রতিষ্ঠানের উপর করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই ৫ টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৮টি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এই র‌্যাংকিং মূল্যায়ন করা হয়। প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে বশেমুরকৃবি’র অবস্থানের ঠিক উপরে তুরস্কের বহসেহির ইউনির্ভাসিটি এবং পরে ভারতের ভারাথিয়ার ইউনির্ভাসিটির অবস্থান রয়েছে। ২০২৫ এর এই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে যথাক্রমে যুক্তরাজ্যের অক্সফোর্ড, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট্স ইনস্টিটিউট অব টেকনোলজি এবং হার্ভার্ড ইউনির্ভাসিটি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনের বিষয়ে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, এই গৌরবময় অর্জন আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। এ সাফল্য বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে অগ্রণী ভ‚মিকা রাখবে বলেও দৃঢ়তা ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ অধ্যাপক। এ ধারাবাহিক অর্জনে তিনি সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২৪ এর টিএইচই ইমপ্যাক্ট র‌্যাংকিং বশেমুরকৃবি জাতীয়ভাবে নবম এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‌্যাংকিং ফর ইনোভেশন (WURI) ২০২৪ এর টেকনোলজি ক্যাটেগরিতে বশেমুরকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভেতর শীর্ষ অবস্থানে ছিল।

জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ লিংক: