পরিসংখ্যান বিভাগে এমএস কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাস্টার্স অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে একটি কর্মশালা আজ বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও কর্মশালার সভাপতি প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান কতৃর্ক সঞ্চালিত ও পরিসংখ্যান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ ইসমাইল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান, আইইউবিএটি’র পরিসংখ্যান বিভাগের প্রফেসর ও কোর্স সমন্বয়ক ড. খন্দকার সাইফুদ্দিনসহ বশেমুরকৃবি’র সকল একাডেমিক কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় কোর্সটি কীভাবে সমন্বয় করা হবে এবং এর উদ্দেশ্যসহ কোর্সটির একটি রিভিউ তুলে ধরেন বশেমুরকৃবি’র পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর বলেন, এ কোর্সটির উপযোগিতা থাকায় এটি ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা) সৃষ্টির সময় থেকেই চালু হয় যার গুণগত ধারাবাহিকতায় পরিসংখ্যান বিভাগে এ কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ মর্মে কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সাথেও সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে বলে ভাইস—চ্যান্সেলর উল্লেখ করেন। এক্ষেত্রে প্রফেশনাল ও কোয়ালিটিফুল প্রশিক্ষকগণ তাঁদের সর্বোচ্চ মেধা—মনন দিয়ে এ প্রশিক্ষণ প্রদান করবেন বলে তিনি প্রত্যাশা রাখেন। এ কোর্সের মাধ্যমে কার্যকর শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা তা দেশের সার্বিক কল্যাণে প্রয়োগ করবে বলেও তিনি আশাবাদ পোষণ করেন। উপস্থিত বিশেষজ্ঞগণ বলছেন প্রযুক্তি নির্ভর এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এ ধরনের কারিকুলামে জ্ঞান অর্জন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিতে জ্ঞান আহরণ করে নিজেকে মেলে ধরবেন দেশ—বিদেশের নানা প্রান্তে এমনটি প্রত্যাশা তাঁদের।