বশেমুরকৃবিতে কৃষিতে রিমোট সেন্সিং ও জিআইএস এর ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

স্মার্ট কৃষির অংশ হিসেবে ফসলের সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিসহ মূল্যবান তথ্য প্রদান করে কৃষির আধুনিকায়ন ঘটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এর উপর এক প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়। বশেমুরকৃবি’র কৃষি ও আবহাওয়াবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী চলমান অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আজ। কৃষি আবহাওয়া, মৎস্য, কৃষি অর্থনীতি এবং কৃষিবনায়ন ও পরিবেশ এ চারটি বিভাগের ২৫ জন শিক্ষকের মাঝে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, কৃষি আবহাওয়াবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর নাসিমুল বারী, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বশেমুরকৃবি’র ভাইস—চ্যান্সেলর বলেন, এ পরিবর্তিত বিশ্বে কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ অনস্বীকার্য। তাই স্মার্ট কৃষির উৎকর্ষ সাধনে রিমোট সেন্সিং এবং জিআইএস এর ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এ প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিতকরণের জন্য তরুণ শিক্ষকদের সিরিয়াস থাকার প্রতি তাগিদ দেন ভাইস—চ্যান্সেলর। প্রদেয় প্রযুক্তির যথার্থতা, সময়োপযোগিতা ও দক্ষতা অর্জন করে অধিকতর কার্যকর প্রশিক্ষণ গ্রহণপূর্বক দেশের সার্বিক কৃষির মানোন্নয়নে অবদান রাখার প্রতি আহ্বান জানান এ প্রথিতযশা কৃষিবিদ। সভাপতির বক্তব্যে প্রফেসর নাসিমুল বারী প্রশিক্ষণটির নানা উপযোগিতা তুলে ধরে যেকোন লজিস্টিক সাপোর্ট প্রদান করতে সচেষ্ট থাকবেন বলে দৃঢ়তা ব্যক্ত করেন। বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষকমন্ডলী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ড. হাসান মোহাম্মদ আবদুল্লাহ, ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মোঃ ফরহাদুর রহমান প্রশিক্ষণ প্রদান করবেন। উপস্থিত বিশেষজ্ঞরা বলছেন রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তি রিয়েলটাইম আবহাওয়া বিশ্লেষণ, বন্যার অনুমান, বপনকৃত ফসলের এলাকা পর্যবেক্ষণসহ সম্ভাব্য জলবায়ু ও আবহাওয়ার অবস্থা সনাক্তকরণ সম্ভব যা ফসলের সামগ্রিক স্বাস্থ্য ও ফলন রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে সাহায্য করতে পারে।