বশেমুরকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে মার্চ-পাস্ট পরিদর্শন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে সকাল ১০:০০ টায় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে ট্রেজারার বলেন, একটি সুস্থ্য, সবল ও সমৃদ্ধি জাতি গঠনে ক্রীড়া নৈপুণ্য ও খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধূলা চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রী তথা যুব সমাজ মাদক ও হতাশামূক্ত সুস্থ্য ও সুন্দর জীবন গঠন করতে পারে। অধ্যাবসায় ও গবেষণায় সাফল্যের পাশাপাশি খেলাধূলা চর্চার মাধ্যমেও সাফল্য অর্জন করা যায়। তিনি আরো বলেন, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাধ্যমে মনে আত্মবিশ্বাস ও দেহে সজীবতার জন্ম দেয়। খেলায়োড় সুলভ মনোভাব অর্জনের মাধ্যমে জীবনের ঘাত-প্রতিঘাত মোকাবেলা সহজ হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনগণ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।