বশেমুরকৃবিতে “আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল কর্তৃক আয়োজিত “আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)” শীর্ষক ৩ দিনের (২১-২৩ জানুয়ারি,২০২৪) প্রশিক্ষণ আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরিচালক (আইকিউএসি), প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর মোহাম্মদ সৈয়দুর রহমান, পিএইচডি। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সুনাম সকলের সম্মিলিত প্রচেষ্টারই ফসল। আমরা সকলেই আজকের এ প্রশিক্ষণের প্রতি যত্নশীল হবো এবং নিজ নিজ অবস্থান থেকে এ প্রচেষ্টা অব্যাহত রাখবো। প্রশিক্ষণে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, আমরা গর্বের সাথে যেন বলতে পারি, আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং এ যুদ্ধে জয়ী হতে পারি। তিন দিনের এই প্রশিক্ষণে ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন, এফভিএমএএস, ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট এবং কৃষি অনুষদ এর শিক্ষকগণ প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।