বশেমুরকৃবিতে কৃষি আবহবিদ্যা বিভাগের এম.এস. গবেষণা প্রস্তাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী ’কৃষি আবহবিদ্যা বিভাগের এম.এস. গবেষণা প্রস্তাবনা’ বিষয়ক কর্মশালা আজ (২০ ডিসেম্বর’২৩) বুধবার বিশ্ববিদ্যালয় আবহবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ৮টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। গবেষণা প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন কৃষি আবহবিদ্যা বিভাগের এমএস কোর্সের শিক্ষার্থী নাঈমা জাহান, সাদিয়া আফরিন, মারুফ হোসেন, জারিন শোভা, আহনাফ রাফিত আলভি, নুশরাত জাহান পাপিয়া, কামরুন্নাহার এবং মারুফা বিনতে আলতাফ।
কৃষি আবহবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নাসিমুল বারীর সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, কৃষি অনুষদের ডীন, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ ধান গবেষণা ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।