বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগের পৃষ্ঠপোষকতায় কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শিনী মেলা গত ১০ আগস্ট ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বাস্তবতায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষক ও উৎপাদকের যেমন অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হয় তেমনি উৎপাদন ও সংরক্ষণ ক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে কৃষক সমাজ অধিকতর লাভবান হয়। সেমিনারের মুখ্য আলোচক ড. মোঃ নূরুল আমিন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক (এফএমডিপি) সেমিনারে মূল প্রবন্ধে বিস্তারিত আলোকপাত করেন। বশেমুরকৃবি’র কৃষি অনুষদের ডীন, প্রফেসর ড. আব্দুল বাছেত মিয়ার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মইনুল হোসেন অলিভার। সেমিনার শেষে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষার্থীগণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি প্রদর্শনী মেলা পরিদর্শন করেন।