ডেভেলপমেন্ট অফ একাডেমিক মাস্টারপ্ল্যান ফর বশেমুরকৃবি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা আয়োজিত ডেভেলপমেন্ট অফ একাডেমিক মাস্টারপ্ল্যান ফর বশেমুরকৃবি: ৫০ বছরের পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা গত ২৩ মে ২০২৩ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। কর্মশালায় ৫০ বছরের একাডেমিক মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট প্রফেসর ড. মঈন-উস-সালাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর কর্মশালার গুরুত্ব বর্ণনা করে অংশগ্রহণকারী সকলকে নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুগোপযোগি একাডেমিক মাস্টারপ্ল্যান প্রস্তুতে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, এই কর্মপরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করণে সহায়ক ভূমিকা পালন করবে। কর্মশালায় সকল ডিন, পরিচালক, রেজিস্ট্রার ও অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে আজ ২৩ মে সকাল ৯:৩০ ঘটিকায় ২ দিনব্যাপী সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের আলাদা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উক্ত কর্মশালায় আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদারের প্রশিক্ষণ পরিচালনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।