সফল উদ্যোক্তা হিসেবে দেশসেবায় ব্রতী হতে পল্লী উন্নয়নে সদ্য ডিপ্লোমাধারী গ্র্যাজুয়েটদের প্রতি বশেমুরকৃবি ভিসির আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুর ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া কর্তৃক যৌথভাবে পরিচালিত পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট (পিজিডিআরডি) প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ডে এবং সনদপত্র বিতরন অনুষ্ঠান গত ০৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার আরডিএ-এর আইটি ভবনে অনুষ্ঠিত হয়। আড়ম্বরপূর্ণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং সভাপতিত্ব করেন আরডিএ-এর মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন ও আরডিএ-এর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়। স্বাগতিক আরডিএ-এর পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে ভাইস-চ্যান্সেলর মহোদয় ডিপ্লোমাপ্রাপ্ত গ্র্যাজুয়েটদেরকে গবেষণানির্ভর স্বনামধন্য দু’টো প্রতিষ্ঠান থেকে সমন্বিত ডিগ্রী অর্জনের জন্য বিপুল অভিনন্দন জানান। সরাসরি হাতেকলমে কাজ শেখার এধরনের বিরল সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানদু’টোকেও তারা গৌরবান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী বেকারের সংখ্যা না বাড়াতে সরকারের নানামূখী পদক্ষেপ হিসেবে কারিগরী ও প্রায়োগিক বিষয়ে ডিপ্লোমা চালু করার সাম্প্রতিক কর্মসূচীতে পিজিডিআরডি প্রোগ্রামটি একটি মডেল হতে পারে বলে তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। ভবিষ্যতে এই প্রোগ্রামে আরও কোয়ালিটি সম্পন্ন গ্র্যাজুয়েটদেরকে আকৃষ্ট করতে কার্যকর উদ্যোগ নেয়ার ব্যাপারে আরডিএ কর্তৃপক্ষকে আহ্বান জানান। ডিপ্লোমা প্রোগ্রামটির ফলপ্রসূতা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সভাপতির ভাষণে মাননীয় মহাপরিচালক মহোদয় বিগত ৫টি ব্যাচের ৯৮জন ডিপ্লোমাধারীদের মধ্যে ৯৫জনই সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে বলে উল্লেখ করেন। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আরডিএর নেয়া বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে অবহিত করে মাননীয় প্রধানমন্ত্রীর শহরের সুবিধাসম্পন্ন আদর্শ গ্রাম গড়ার ভিশনারী প্রকল্প হাতে নেয়ার কথা জানান। ডীন, গ্র্যাজুয়েট স্টাডিজ, বশেমুরকৃবি তাঁর বক্তৃতায় সফল উদ্যোক্তা তৈরীতে অনন্য এই প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করেন ও ডিপ্লোমাপ্রাপ্তদের স্বকর্মসংস্থানে আতœনিয়োগের পাশাপাশি প্রযুক্তি সম্প্রসারণেও কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সনদপ্রত্যাশী ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল তথা আইটি ভবনে এসে সমবেত হয়। সবশেষে সনদ ও ক্রেস্ট বিতরণ এবং ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।