কৃষক পর্যায়ে বশেমুরকৃবি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতসমূহের (বিইউ -ধান-১, বিইউ ছোলা-১, বিইউ হাইব্রিড লাউ-২, বিইউ সয়াবিন-২, বিইউ সীম-১, বিইউ সীম-৫) বীজ ও সার কৃষক পর্যায়ে বিতরণ কর্মসূচি গত ০৮ ডিসেম্বর ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, কৃষকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নতজাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি অব্যহত রেখেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিইউ ধান, বিইউ কুল, বিইউ সীম ও বিইউ সয়াবিন চাষীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ একদিন বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় তৃণমূল কৃষক পর্যায়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) হায়দার ইকবাল খানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাজীপুর সদর, কাউলতিয়া ও কাপাসিয়া উপজেলার টোক গ্রামের ১০০ জন আদর্শ কৃষকের মাঝে বিইউ ধানের বীজসহ অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।