২৫তম বিশ্ববিদ্যালয় দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

আজ ২২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের আজকের এ দিনে দেশে সর্বপ্রথম জাতির পিতার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এ উপলক্ষে সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৫তম দিবসের এই দিনে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাই, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন করেন।