‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বশেমুরকৃবি এপিএ বাস্তবায়ন টিম লিডার প্রফেসর ড. এম. ময়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা (২০২২-২৩) উপস্থাপন ও কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মোহাম্মদ আবু আল বাশার। সমাপনী বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন। প্রশিক্ষণ কর্মশালা ৯ম ও ১০ম গ্রেডভূক্ত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।