বশেমুরকৃবিতে দিনব্যাপী “দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা” কর্মশালা অনুষ্ঠিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা ২০২২-২৫’ শীর্ষক কর্মশালা গত ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথ হিসেব্ েউপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ৩টি সেশনে মোট ২০টির অধিক প্রকল্প প্রস্তাব উত্থাপিত হয়। প্রথম সেশনে ব্রি’র সাবেক মহাপরিচলক ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, দ্বিতীয় সেশনে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (সিভাসু)’র সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু সালেহ মাহফুজুল বারি ও তৃতীয় সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল আওয়াল মোল্লা চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গবেষণা কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আগত আমন্ত্রিত বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।