বশেমুরকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় মাৎস্য বিজ্ঞান অনুষদ বিস্তারিত কর্মসূচি পালন করছে। গত ২৪ জুলাই রবিবার বিকাল ৩-৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ মাৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান প্রমূখ বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
জাতীয় মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাছ চাষের গুরুত্ব শীর্ষক আলোচনা ২৫ জুলাই, গাজীপুরের কাউলতিয়ায় প্রযুক্তি সেবা ও চাষী সমাবেশ ২৬ জুলাই, মৎস্য সপ্তাহের শেষ দিনে ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান মৎস্য সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।