টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের শ্রদ্ধা নিবেদন

 

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সমাধিস্থল পরিদর্শন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা (উপ-রেজিস্ট্রার) ও সাধারণ সম্পাদক, মোহাম্মদ শহীদুল ইসলাম (সহকারী পরিচালক) এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল কর্মকর্তাগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।