জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কাজে সহযোগিতা বিনিময়, কারিগরি সহায়তা প্রদান এবং ছাত্র-শিক্ষক/বিশেষজ্ঞ বিনিময় বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান গত ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার বশেমুরকৃবিতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর মিয়াজিমা ইকো, পরিচালক, ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এগ্রিকালচার ও ওমতো আকিরা, ডিন, গ্র্যাজুয়েট স্কুল ডিজাইন। এসময় কিউশু বিশ্ববিদ্যালয়ের ড. কাজুও আসাহিরো এবং বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দউপস্থিত ছিলেন।