বশেমুরকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই প্রতিপাদকে সামনে রেখে বরাবরের মত জাতীয়ভাবে ২৩ জুলাই – ২৯ জুলাই ২০২২ ইং দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন হচ্ছে। মাৎস্যবিজ্ঞান অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬ বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের কর্মসূচী গ্রহণ করেছে। র‌্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, এবং মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম.রফিকুজ্জামান উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে বলেন, মাৎস্য সমৃদ্ধ প্রাচীনকাল হতেই বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার সুনীল অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করায় মৎস্য সমৃদ্ধ খাতে নিয়োজিত সকল পেশাজীবিরা অধিকতর লাভবান হচ্ছেন। মৎস্য সম্পদ রক্ষায় বর্তমান সরকারের কর্মসূচী বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রফেসর তোফায়েল আহমেদ পরিবেশ দূষন ও মৎস্য সম্পদ রক্ষার জন্য বর্তমান সরকারের গৃহীত কর্মসূচীর উপর গুরুত্ব আরোপ করেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম.রফিকুজ্জামান বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয়ভাবে অবদান রাখছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় আরো অনুপ্রাণিত হবেন বলে মত প্রকাশ করেন।