বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস ছাত্রী পিঙ্কি রানী সড়ক দুর্ঘটনায় নিহত

 

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  এম এস এর ছাত্রী পিংকি রানী বর্মন আজ ২৭মে,২২ শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী পিংকি আজ সকালে বিসিএস (প্রিলি) পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাবা নারায়ন চন্দ্র বর্মন এর সাথে মোটরসাইকেলে ময়মনসিংহে যাওয়ার পথে চুরখাই নামক স্থানে সকাল ৯ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার এই আকস্মিক  মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।