বশেমুরকৃবিতে প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের নিমিত্ত্বে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের ‘অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা’ আজ ৮ মার্চ ২০২২, মঙ্গলবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ) দেবাশীষ চন্দ্র আচার্য্য এসময় উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীগণ কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করবে এ প্রত্যাশা সবার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ সর্বদা আন্তরিকতা ও দ্রুততার সাথে সেবা প্রদানে সকলেই সচেষ্ট রয়েছেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র তত্ত্বাবধানে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীগণ সভায় অংশ গ্রহণ করেন।