বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। এ উপলক্ষ্যে প্রশাসন চত্বর থেকে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আজ দেশের গন্ডি পেরিয়ে এটি বিশ্বঐতিহ্যের অনবদ্য দলিল। এ ভাষণে বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে দেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু’র ভাষণে অনুপ্রাণিত হয়ে মুক্তিপাগল মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদ এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির উন্নয়নে ভূমিকা রাখলে অবশ্যই দ্রুততম সময়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি জাতির পিতার নামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে একসাথে কাজ করে জাতির আশা-আকাঙ্খা পূরণে অবদান রাখার অনুরোধ করেন। দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী ও বাদ যোহর বিশেষ দোয়া। অনুষ্ঠানসমূহে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, ডীনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।