বশেমুরকৃবি শুধুমাত্র বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছেনা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী কর্মপরিকল্পœা গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে – শিক্ষামন্ত্রী

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ¯œাতক প্রথমবর্ষ ২০২১-২২ ও ¯œাতকোত্তর উইন্টার ২০২১ টার্মে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ০৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. প্রফেসর মোঃ মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ায় করোনাকালে আমরা আজ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কৃষি শিক্ষা, কৃষির উন্নয়ন, গবেষণা ও এর সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ অবহিত হয়ে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছেনা, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী কর্মপরিকল্পœা গ্রহণ করেছে। এ বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান সময়ের সাফল্য নিয়ে ভাবে না ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি নিয়েও এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় থেকে ৩২৮ জন পিএইচডি ডিগ্রী ও ৬৮টি বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় এ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, গবেষকদের অনুরোধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক সময়ের অন্যকিছু যেনো তোমাদের গ্রাস না করে। ছাত্রদের প্রতি অধ্যয়নে মনোনিবেশ করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের কাজে, দেশের মানুষের জন্যে সবসময় সকল কাজে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসবে। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়ায় নেতৃত্ব দিবে, ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, মনে রাখবে জীবন প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর হলেও আমাদের সংস্কৃতি কৃষি নির্ভর। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় নবীন ছাত্র-ছাত্রীদের প্রতি অভিনন্দন ও স্বাগত জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তৃতায় নবাগত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি শুভেচ্ছা জানান। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে তোমাদের নতুন পথ চলা শুরু হলো। তোমাদের ভবিষ্যৎ নির্মাণের সকল কাজে এ বিশ্ববিদ্যালয় সহায়তা করবে। কৃষি একটি মহান পেশা, মানুষের সবগুলো মৌলিক চাহিদার সাথে কৃষির সম্পর্ক রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সাফল্য ও এর সার্বিক কার্যক্রম তথা শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমের উপর বিস্তারিত সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিয়মাবলী, হলের নিয়মাবলী, বিভিন্ন অনুষদের কোর্স প্রোগ্রাম বিষয়ে প্রক্টর মহোদয়, প্রভোস্টগণ ও ডীনগণ বিস্তারিত তুলে ধরেন। ভার্চুয়ালী অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বর্তমান ও সাবেক ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, গ্রন্থাগার প্রধান, প্রক্টর, হল প্রভোস্টবৃন্দ, ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে অনুষদীয় ডীনবৃন্দ অনুষদের শিক্ষা কার্যক্রম, প্রভোস্টদ্বয় হলের বিধি ও প্রক্টর ছাত্র শৃঙ্খলা বিধি বিষয়ে বক্তব্য প্রদান করেন।