বশেমুরকৃবিতে উদ্ভাবনী ধারণা ও চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিম কর্তৃক আয়োজিত উদ্ভাবনী ধারণা ও চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ সভা আজ ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া ও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন আর এইচ এম আলাউল কবির, সিনিয়র কনসালটেন্ট, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, আইসিটি ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বশেমুরকৃবি’র চিফ ইনোভেশন অফিসার প্রফেসর ডঃ মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে সভায় ইনোভেশন টিমের সম্মানিত সকল সদস্য উপস্থিত ছিলেন।