বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

 

আজ ২৪ জানুয়ারী ২০২২ইং তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত ‘‘গবেষণা অগ্রগতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা’’ শীর্ষক কর্মশালা মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ভাইস-চ্যান্সেলর, বশেমুরকৃবি এবং বিশেষ অতিথি হিসেবে প্রফেসর তোফায়েল আহমেদ,  ট্রেজারার, বশেমুরকৃবি ও প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা), বশেমুরকৃবি উপস্থিত ছিলেন। অনুষদীয় সকল শিক্ষকগণকে প্রধান অতিথি ভবিষ্যত গবেষণা ধারাবাহিকতা বজায় রাখার দিক নির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। ডিন,  প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল বিভাগীয় প্রধানগণ অনুষদের বর্তমান ও ভবিষ্যত গবেষণা কার্যক্রম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।