বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজের স্বাস্থ্য (সীড হেল্থ) পরীক্ষা শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন

 

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যাললয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক বীজ প্রত্যয়ন এজেন্সীর বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে বীজের স্বাস্থ্য (সীড হেল্থ) পরীক্ষা বিষয়ক ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আজ ১৮ জানুয়ারি ২০২২ তারিখে প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ক্লিনিক, বশেমুরকৃবি, গাজীপুরে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর এবং প্রফেসর ড. ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), বশেমুরকৃবি, গাজীপুর । এছাড়া অনুষ্ঠানে ডিন গ্র্যাজুয়েট স্টাডিজ প্রফেসর ড. আবু আশরাফ খান, পরিচালক আইকিউএসি প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: সাদিকুর রহমান ও সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাঃ সালাহউদ্দীন, প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক ড. মোঃ আব্দুল্লাহীল বাকী ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হতে আগত প্রশিক্ষণার্থী, সম্মানিত প্রশিক্ষকও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম।