বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাত ও উন্নত কৃষি প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতিপূর্বে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে একটি মডেল প্রযুক্তি ভিলেজ গড়ে তোলা হয়েছে। এবার সদর উপজেলার কাউলতিয়া গ্রামে আরো নতুন একটি নতুন প্রযুক্তি ভিলেজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ নতুন প্রযুক্তি ভিলেজ স্থাপন পরিকল্পনা নিয়ে অদ্য (৭ নভেম্বর ২০২১) একটি সেমিনার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হায়দার ইকবাল খান, সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বহিরাঙ্গন কার্যক্রমের উপর অধিকতর গুরুত্ব আরোপ করে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ফসলের নতুন জাত ও কৃষি প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষক ও কৃষক সমাজের মাঝে সেতুবন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হবে। তিনি বহিরাঙ্গন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সবরকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনগণ, পরিচালকবৃন্দ, গবেষণকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ বিভিন্ন মূল্যবান মতামত প্রদান করেন।