২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হবে

দেশের কৃষি প্রাধান্য ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট, ২০২৩ শনিবার একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চতুর্থবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় যথা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩,৫৪৮ আসনের বিপরীতে ৮১,২১৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। উল্লেখিত ৮টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘন্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা সকাল ১১:৩০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যুনতম যোগ্যতা এসএসসি/এইচএসসি (ন্যুনতম জিপিএ ৪.০) এবং এসএসসি ও এইচএসসিতে একত্রে ন্যুনতম জিপিএ ৮.৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৫ আসনের বিপরীতে ৭,০০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যাদের ভর্তি রোল ২২,৬২১ থেকে ২৯,৬২০ পর্যন্ত। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের জন্য বশেমুরকৃবি প্রশাসন চত্বর হতে চান্দনা চৌরাস্তা ও রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুর পর্যন্ত শাট্ল বাসের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে চিকিৎসাসেবা হটলাইন: ০১৭২৩২০০১৬৮ ও নিরাপত্তা সেবা হটলাইন: ০১৭১৬৬২৮৩২৪ এ যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা https://acas.edu.bdওয়েবসাইটে পাওয়া যাবে।

আসন বিন্যাস (বশেমুরকৃবি)