বশেমুরকৃবি’র বহিরাঙ্গন কার্যক্রম এর উদ্যোগে “Variation in NPF2.12 improves nitrogen utilization by activating nitric oxide signalling in wheat and barley’’ বিষয়ক সেমিনার আগামী ২৯শে মে, ২০২৩ খ্রি. এর পরিবর্তে ৩১শে মে, ২০২৩ খ্রি. তারিখ রোজ বুধবার বেলা ০২:৩০ ঘটিকায় অত্র বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, মাননীয় ভাইস-চ্যান্সেলর, বশেমুরকৃবি; এবং বিশেষ অতিথি হিসাবে প্রফেসর তোফায়েল আহমেদ, মাননীয় ট্রেজারার, বশেমুরকৃবি উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), বশেমুরকৃবি।
উক্ত কর্মশালায় সম্মানীত সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ও গ্রন্থাগার প্রধান, প্রক্টর, সকল হল প্রভোস্ট এবং সকল শিক্ষক মহোদয়গণ কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।