বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্ব স্ব প্রোফাইল হালনাগাদ করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বদ্যিালয়ের শিক্ষা, গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গত ২১ আগষ্ট ২০১৯ তারিখে আইসিটি সেল এর উদ্যোগে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার মহোদয়ের উপস্থিতিতে সকল সম্মানিত ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, সহযোগী পরিচালক এবং হল প্রভোস্টগণদের সমন্বয়ে  অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংকিং ও অন্যান্য অপরিহার্য কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষকদের গবেষণা ও একাডেমিক অর্জনসমূহ জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://bsmrau.edu.bd) – এ স্ব-স্ব ওয়েব সাইট ভিজিট পূর্বক অপ্রদর্শিত প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে,  ই-মেইল-এ তথ্য প্রদানের জন্য website@bsmrau.edu.bd মেইল এড্রেস খোলা রয়েছে; আইসিটি সেল হতে সার্বক্ষনিক সহযোগীতা নেয়া যাবে।

 

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে
স্বাক্ষর/- কম্পিউটার প্রোগ্রামার, আইসিটি সেল

** সংযুক্তি: প্রেরিত চিঠির কপি (লিংক)