বশেমুরকৃবি’তে সামার ২০২৪ টার্মে বিএস ও ডিভিএম প্রোগ্রামে ৯-১২ ডিসেম্বর, ২০২৪ থেকে ভর্তি শুরু ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সামার ২০২৪ টার্মে বিএস (ব্যাচেলর অব সায়েন্স) ও ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ পদ্ধতিতে গত ২৫/১০/২৪ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ও অপেক্ষমান তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার টার্মে বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি), বিএস (ফরেস্ট্রি), বিএস (কৃষি প্রকৌশল) এবং ডিভিএম প্রোগ্রামে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তাদের ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://bsmrau.edu.bd) হতে জানা যাবে।