News

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র‌্যালী, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলসমূহের পক্ষ থেকে প্রভোস্টবৃন্দের নেতৃত্বে ছাত্র-ছাত্রীবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-ছাত্র-ছাত্রীবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। ৫২’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কণ্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতার থেকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা রাখবে এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আলোচনায় আরো বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন।
বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।