‘Hands on Training on GIS & Remote Sensing’ বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সমাপনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), ঢাকার অর্থায়নে ‘Modeling Climate Change Impact on Agriculture and Development Mitigation and Adaptation Strategies for Sustaining Agricultural Production in Bangladesh’ প্রকল্পের অধীনে গত ২০ সেপ্টেম্বর ২০২১ হতে ২৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ‘Hands on Training on GIS & Remote Sencing’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। উক্ত প্রকল্পের টিম মেম্বার ও কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আরিফুর রহমান খানের সঞ্চালনায় কর্মশালায় অত্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথিতযশা বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।