Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ (১৩ ফেব্রুয়ারি’২২) যথাযোগ্য মর্যাদায় কৃষিবিদ দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জ্বা, ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ লিখা ব্যানারসহ আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। অত:পর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ভাইস-চ্যান্সেলর জাতির পিতা বঙ্গবন্ধু ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবসের পটভূমি এবং তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭৩ সনের এই দিনে কৃষিবিদদের মর্যাদাদানের যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন তা ছিলো সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সুদুরপ্রসারী পরিকল্পনার এক যুগান্তকারী পদক্ষেপ। দেশের কৃষক, কৃষিবিদ ও কৃষির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কৃষির সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যেও গবেষণার মাধ্যমে লাভজনক কৃষি রূপায়নে কৃষিবিদগণ নেতৃত্ব দেবে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। এসময় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর বঙ্গবন্ধুসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদ এবং প্রয়াত কৃষিবিদদের রুহের মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।