মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর এর গভীর শোক প্রকাশ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বর্ষীয়ান জনপ্রশাসক হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ………. রাজিউন)। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত বেদনাক্রান্ত ও গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোক বার্তায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, মরহুম এইচ টি ইমামের মৃত্যুতে দেশ একজন বিচক্ষণ, দক্ষ জনপ্রশাসক ও প্রজ্ঞাবান দেশপ্রেমিক অভিভাবককে হারালো। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে উন্নয়ন প্রশাসনে পোস্টগ্র্যাজুয়েশন প্রাপ্ত এইচ টি ইমাম ১৯৭১ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মরত অবস্থায় বঙ্গবন্ধু’র আহবানে সাড়া দিয়ে পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং প্রবাসী সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করে ১৯৭৫ এর ২৬ আগস্ট পর্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সদ্য স্বাধীন দেশ পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন সংগ্রামী এইচ টি ইমাম এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন। তিনি চাকুরী থেকে অবসর গ্রহণের পর বিগত ৩টি জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ কো-চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ ২০০৯ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথমে জনপ্রশাসন উপদেষ্টা এবং ২০১৪ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি আজীবন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি।