Blog

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাঙালীর জাগরণে স্বাধীনতাকামী মুক্তচিন্তার শহীদ বুদ্ধিজীবীগণ ছিলেন অনন্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এ দিবসে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালী, পুষ্পাঞ্জলী অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল। ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতির জনকের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পুষ্পাঞ্জলী শেষে শহীদ মিনারের পাদদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে তাঁদের অসামান্য অবদানের কথা স্বীকার করেন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র-ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।