Blog

বীজ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পাঁচদিন ব্যাপী (৩-৭ নভেম্বর) বীজ প্রযুক্তি বিষয়ক সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৪ নভেম্বর’১৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গুণগতমানের বীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দেশের উন্নয়নে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ভাল বীজ উৎপাদন ও সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. মোঃ রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এম. ময়নুল হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা এসময়ে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)’র যৌথ সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে দেশের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৩০ জন কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করছেন।