Blog

বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

৩ নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে ঐতিহাসিক জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। এ উপলক্ষে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান এর স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল – শোক র‌্যালী, শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দিন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দিন আহমদ এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্কুলের পক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় ভাইস-চ্যান্সেলর জাতীয় বীর শহীদ চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা আর ৩ নভেম্বরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। এ হত্যাকান্ড জাতিকে নেতৃত্ব শুন্য করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নীলনক্সায় অত্যন্ত পরিকল্পিত। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে জেলহত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে এর নেপথ্য ষড়যন্তকারীদের চিহ্নিত করে জাতির সামনে প্রকাশ করা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। নিরাপরাধ জাতীয় চার নেতা শহীদী মর্যাদায় আজ জাতির কাছে শ্রদ্ধার সাথে বরণীয়, আর চক্রান্তকারী বেঈমান খন্দকার মোস্তাকগংরা জাতির কাছে ততটাই ঘৃণীত। আলোচনায় আরো বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।