Blog

বিশ্ববিদ্যালয়ে  আনন্দ উৎসবের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের আজ ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার ৫১তম বিজয় দিবস উদ্যাপিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহান বিজয় দিবসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য বিজয়গাঁথা ‘জয় বাংলায়’ এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জয়বাংলার বেদিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর শ্রদ্ধা নিবেদন করেন। ভাইস-চ্যান্সেলর বলেন, বিজয়ের ৫১তম বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহান বিজয় দিবসের এ দিনে তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। আরো শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বিভিন্ন আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বশেমুরকৃবি স্কুল। বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।