Blog

বশেমুরকৃবি’র ২০২৩-২৪ অর্থ বছরের এপিএ’র আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ ৩০ জুলাই ২০২৩ রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ বাস্তবায়ন টিম লিডার ও পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৩-২৪) উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক, প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। এপিএ ফোকাল পয়েন্ট মোঃ আবু আল বাশারের সঞ্চালনায় উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া শুরুতেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে বশেমুরকৃবি টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করায় সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ও শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি প্রতিশ্রæত পরিকল্পনা বাস্তবায়নে এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ আগামী অর্থবছরের এপিএ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।